পুত্রঃ বাবা!সিগারেট খাব!
পিতাঃ কি!?সিগারেট!
পুত্রঃ হ্যাঁ বাবা,প্লিজ!প্লিজ বাবা!
পিতাঃ আবোলতাবোল বলছো!?মাথা খারাপ!?
পুত্রঃ প্লিজ বাবা!ধোঁয়া দেখতে খুবই ভালো লাগে!
পিতাঃ ভালো লাগে!?সিগারেটে বিষ থাকে!জানো না তুমি!? 
পুত্রঃ মিথ্যা কথা!বিষ থাকে না!
পিতাঃ কে বলেছে থাকেনা!?সিগারেট খেয়ে মানুষ মারা যায়!
পুত্রঃ মিথ্যা কথা!মারা যায়না!
পিতাঃ বলছিতো,মানুষ মারা যায়!
পুত্রঃ জ্যাঠা খায়;ভাই খায়;দাদু খায়;উনাদের কিছুই তো হয়না!
পিতাঃ উফ!!উনারা তো অনেক বড়,সিগারেট বড়রা খায়!ছোটরা খেলে সাথে-সাথেই মারা যায়!
পুত্রঃ তুমি খাওনা কেন?তুমি কি বড়ো নও?
পিতাঃবললাম যে;বিষ থাকে,বিষ আমি খাইনা!সিগারেট খেলে পাপ হয়!!
পুত্রঃ পাপ হয়!?সত্যিই পাপ হয়?
পিতাঃ হ্যাঁ বাবা;পাপ হয়,মহা পাপ হয়!
পুত্রঃ তাহলে খাবো না।
পিতাঃ ধন্যবাদ বাবা,অনেক-অনেক ধন্যবাদ!অনেক আকল তুমার,বুঝতে পেরেছ!!
পুত্রঃ চকলেট দিতে হবে!আইসক্রিম দিতে হবে! 
পিতাঃ দেব বাবা,অনেক-অনেক আইসক্রিম দেব!অনেক-অনেক চকলেট দেব!
পুত্রঃ আমরা বাবা,লক্ষ্মী বাবা!
পিতাঃ আমার বাবাও,লক্ষ্মী বাবা!