তৃষ্ণার্ত চক্ষু
প্রশান্ত মিত্র (শান্তা)


করোনা তাড়িত করেছে তোমাকে
দূরের পল্লী গ্রামে  
একাকী পড়ে আছি শহরের কোনে
আপন চিত্ত ধামে।


স্মৃতিতে জাগ্রত হাসি মাখা মুখ
খুশিতে কাটানাে বেলা
হৃদয় জুড়ে আছো তুমি,মন
গগনে আনন্দের ভেলা!


অন্তরে খেলিতেছে ঢেউ হাস্য
মুখ দেখিয়া মুঠো ফোনে
দুলিতেছে চিত্ত আমার হাসি আর
দুষ্টুমি কথার কলতানে।


তবুও শূন্যতা বিরাজিত,তৃষ্ণার্ত
চক্ষু তেষ্টা মেটাতে চায়!
ভিডিও কিংবা স্থিরচিত্রে প্রকৃত
তোমাকে খুঁজে নাহি পায়!


নয়ন চায় প্রতিনিয়ত চারটি নয়ন
এক সাথে যুক্ত করিতে
কিন্তু পারেনা!লজ্জার ভয়ে করেছ
বারণ কেতনে আসিতে।


পারিব না আর রাখিতে কথা;আঁখি
জল তোমাকে মাগে!
আগামীকল্য আসিবে কিন্ত!দুপুর
গড়ানোর আগে।


যদি করো ভুল সম্মুখে পাবে
দেখিবে পাগল বেশ!
গোধূলি লগ্নে গুঁজিব গোলাপ,
বাঁধিয়া রাখিবে কালো কেশ।