অপরাধটি কি ছিলো?
শুধুমাত্র শাস্তিই কপালে!
পাপহীন দেহ কেন
ঠেলে দিলে অনুত্তম জলে!?
অন্ধকারে কাটিয়েছি
নর আর নারী কারাগারে,
রক্ষা করেছি নিজেকে
অনবরত সংগ্রাম করে।
এসেছি বিজয়ী হয়ে
দু'টি কারাগারের বাহিরে,
ফের কেন যেতে হবে
অন্ধকারে ভূমির ভেতরে!?
কখন করেছিলাম
ক্ষমাহীন শাস্তিযোগ্য পাপ!?
জেল বদল করলে
বাড়ে শুধু অনলের তাপ!
পাপতো করছি সবে
নভঃ তলে ভূমির ওপরে,
তবে কেন দেহগুলো
আগেভাগে শাস্তি ভোগ করে?
কারাগারে কেন কাটে
কীট দেহে মানব জীবন?
জন্ম দিয়ে কেন তুমি
কাঁধে তুলে দিয়েছ মরণ!?  
১৮/১০/২০২২