গোপনে এসেছিলে গৃহের কোনায়,শিউলি তলায়,
                গোপনে ফিরে চলে গেলে,
  উত্তাল সাগর পাড়ি দিয়ে,যুদ্ধ করে নিজের সাথে,
                তরী কেন তীরে ডোবালে?


  এমন করে আসা,চলে যাওয়া,বাড়িয়ে দিয়েছিল
             মনের ব্যথা হাজার গুণ বেশি,
  সে দিনের হাওয়া ছিলো ধীরে বহমান,কেড়েছিল
                  সুর,কেড়েছিল হাসি!


    আনন্দে মেতেছিল চিত্ত,সৌরভ যখন জানান
               দিয়েছিল আগমনী সুখবর,
   উড়েছিল মন নিজ গগনে,দেখিবার তরে বাহির
                হয়েছিলাম পীড়িত গতর।


    নয়ন জলের ধারা দেখে,করুণ সুরে ডেকেছিল
                 বিহগ বৃক্ষ শাখায় বসে,
     নিরবতায় সহমর্মিতা জানিয়েছিল প্রকৃতি,শব্দ
                হীন বৃষ্টি দাঁড়িয়েছিল পাশে!


    ফেলে যাওয়া চেনা সুবাস,গৃহ-আঙ্গিনা,পথের
             উপর মৃদু বাতাসে ভেসেছিল,
     নোনা জলে সিক্ত বুক,চিত্তে হারানো শোক,
                তবুও বদন হেসেছিল!


     ব্যথায় প্রলেপ মেখেছিলে সেদিন,রেখেছিলে
          বাতাসের গায়ে সুবাস মাখা স্পর্শ,
  ধন্য তোমাকে,এসেছিলে এতটুকু পথ বেয়ে,চিহ্ন
      রেখে গিয়েছিলে মৃত্তিকায়,ময়ন জল বর্ষে!