বলেছিল পিতা তাহার উঠবে প্রাত কালে,
হলোনা তার জেগে উঠা প্রাণটি গেল চলে।
ভাঙ্গাতে ঘুম ডাকে সন্তান নড়েনা তার দেহ,
বিদায় নেয়ার মুহুর্তটা দেখল না তাই কেহ!
চলছে কান্না বিলাপ করে দেহের পাশে বসে,
চলে গেলে পাখিটি আর নাহি ফিরে আসে!
ভাঙ্গা কণ্ঠে বলছে পুত্র,"কাঁদছে কেন সবে!?
অনেক কষ্ট পাই যে আমি উচ্চ কান্নার রবে!
দাদি কেন কান্না করে হলো চেতনহারা!?
অশ্রু দিয়ে কেন তাহার নয়ন দুইটি ভরা!?
ঘুমে কাতর হয়ে বাবা কেন আছে খাটে!?
কেন যে সে একটিবারও মাটিতে না হাটে!
মাতা কেন সংজ্ঞাহারা চোখে নিয়ে পানি!?
আদর কেন করেনা মা বক্ষে তাহার টানি!?
বাবা উঠলেই দেবো বলে কষ্টগুলো তাকে!
অন্য কেহ খেলায় যেন আমাকে না ডাকে!
তখন বাবা ধমক দেবে কান্না কাটি দেখে,
ঘুমাব তার কোলে আমি বুকে মাথা রেখে"।
০৩/১২/২০২২