ভালোবাসি টুকটুকে লাল,
আলতার ছোঁয়া লাগা
কদমের ছন্দময় তাল।
ললাটের প্রভাতি সূর্যকে,
রাঙ্গা মাখানো ঠোঁটের
মুচকি হাসিকে।
সর্ব লাল পরে কেন
অন্তর সাম্পানে মোর
তুলিয়াছ পাল!
চিত্তে উথাল-পাতাল!
হয়েছি যে বড্ড বেসামাল।
কাটছি সাঁতার সুখে!
নয়নে অঙ্কিত দৃশ্য পটে,
এত লাল কেন আজ!?
চুড়ি-শাড়ি-ঠোঁটে আর
মায়াবী ললাটে।
১৭/১০/২০২২