পশুর চেয়েও অধম!
প্রশান্ত মিত্র (শান্তা)


একটি শিশুর ভূমিষ্ট বার্তা প্রতিটি মানুষের মুখে হাসি ফোটায়,
মা প্রসব ব্যথা ভুলে গিয়ে চোখের জলে নিজেকে হাসায়!
বাবা অপেক্ষায় থাকে,কখন আসিবে সন্তানের ভূমিষ্ট খবর,
একটি সন্তানের জন্য মাতা পিতার কত প্রতীক্ষার প্রহর।
ছোট্ট শিশু বেড়ে ওঠে,নিরাপদে,মাতা-পিতার ছায়া তলে,
কখনো যদি কষ্ট পায়,মাতা পিতা হয় দিশেহারা, চোখের জলে!
কত জনক-জননী,সন্তানকে রক্ষা করিতে,করছে জীবন দান
সন্তানের মঙ্গলের জন্য,মাতা পিতার কাছে তুচ্ছ নিজেদের প্রাণ!
নাক্কার জনক ঘটনাটি,বার-বার নাড়া দেয় বিবেকের কাছে,
পুত্রকে হত্যা করিল বাবা,নির্মম ভাবে!বাঁধিল কদম গাছে!
হিংসার আগুনে সবকিছু জ্বলে পুড়ে ছাই!
প্রতিপক্ষকে ফাঁসাতে,হত্যা করিল পুত্র কে!সঙ্গ দিল ভাই।
পশু,নরপশু,পশুর চেয়েও অধম!বাবা নামের কলঙ্ক!
নরপশুর কৃত কর্মে,বাবারা লজ্জিত!সন্তানদের কাছে আতঙ্ক!
বাবাদের চাওয়া,ঘটনার পুনরাবৃত্তি না যেন ঘটে কোন কালে,
প্রতিটি শিশু যেন নিরাপদে থাকে,মাতা-পিতার কোলে,আঁচল তলে।
যে শিশুটির প্রাণ অকালে ঝরে গেল,নিজের পিতার হাতে
প্রার্থনা করি,স্থান যেন হয় সর্বোচ্চ স্থানে,স্রষ্টার সাক্ষাতে।
(কবিতাটি সুনামগঞ্জের তুহিন হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে লেখা)
১৭/১০/২০১৯
০১/০৭/১৪২৬