উঠোনের ধানে তোমার পায়ের স্পর্শ;
সহ্যে নরম তালুতে ধানের আঘাত
এরি ফাঁকে উনুনে জাগে ভাতের ফেনা
দৌড়ে সেখানে পুড়ে তোমার অগ্নিহাত।
পোষা ছাগের জল বাড়তে ব্যঞ্জন রাধা শেষ
হংসগুলো তারই মাঝে পেট পূজা করে
দৃষ্টিতে কোমলতা; ভাবনায় নিরুদ্দেশ
এখনো অনেক কাজ পড়ে আছে ঘরে।


উঠোনের ধানে তোমার পায়ের স্পর্শ
খর দুপুরের রোদে ঘর্মাক্ত শরীর
কর্মগতি প্রকৃতির চলমান দৃশ্য
পৃথিবীর ক্লান্তি কপালে এসে করে ভিড়;
থামা নেই তবু; এক এর পর এক
কাজ শোভা পায়। ক্লান্তি সময়ের ঘাড়ে-
হাতে সুই সুতা, কাঁথার বুকে ফোটে ফুল
সৌন্দর্যে মহাকাল অবসাদ পথ ছাড়ে।
ছেঁড়া হাতপাখা খুঁজে পায় নতুন জীবন
নতুনত্বে শৈল্পিকতা তোমার হয়ে জাগে
বাতাসে যৌবন হয় উদ্দীপ্ত শ্যামল; যেমন
কাশবনের ঢেউয়ে স্নিগ্ধ ছোঁয়া লাগে।


১৩ অক্টোবর, ২০১৭


(কাব্যগ্রন্থ- শিশিরের হাসি)