(দ্বিতীয়াংশ)


আবার উঠোনের ধানে পায়ের স্পর্শ
অগ্নিপথে তোমার বারবার হাঁটা হয়
দ্বিপ্রহরেও বিন্দু সময় পায়না রেহাই
তোমার হাতেই ঘটে তার উৎকৃষ্ট ক্ষয়।
কুলো আর ভাংগাধানে যেন মহাযুদ্ধ
খুঁদ এসে ধরা পড়ে প্রলয় ঝড়ে
অবসন্নতা সালিশে তেপান্তরে অবরুদ্ধ
এখনো অনেক কাজ পড়ে আছে ঘরে।


সদ্য লাগানো কুমড়ো চারাগাছে জল
জলে খেলা করে এক বালতি কাপড়
একপাশের উঠোন লেপনে কাদার কোলাহল
খুঁটি গেড়ে দাঁড় করা হয় হেলে যাওয়া মাচাঘর।
মাঠ হতে ফেরা গরুর জলের যোগান দিতে
"শবনম" বলে ডাক পড়ে পিতার কণ্ঠস্বরে
কাজ ফেলে রেখে উঠে আসা হয়। ভয় নয়;
শ্রদ্ধা রেখে পিতার আদেশ, পালনের তরে।
উঠোনে ধানের ঢিপি ঢেকে থাকে নির্বিঘ্নে
অতি যত্নে রাতের আঁধার ঢেকে রেখে বুকে;
সংগ্রাম জীবনে আসে জয় তোমার পদপৃষ্ঠে
কষ্ট আড়ালে ভোর আসে, হাসি মাখামুখে।



****প্রথম ও দ্বিতীয় অংশ একযোগে****


উঠোনের ধানে তোমার পায়ের স্পর্শ;
সহ্যে নরম তালুতে ধানের আঘাত
এরি ফাঁকে উনুনে জাগে ভাতের ফেনা
দৌড়ে সেখানে পুড়ে তোমার অগ্নিহাত।
পোষা ছাগের জল বাড়তে ব্যঞ্জন রাধা শেষ
হংসগুলো তারই মাঝে পেট পূজা করে
দৃষ্টিতে কোমলতা; ভাবনায় নিরুদ্দেশ
এখনো অনেক কাজ পড়ে আছে ঘরে।


উঠোনের ধানে তোমার পায়ের স্পর্শ
খর দুপুরের রোদে ঘর্মাক্ত শরীর
কর্মগতি প্রকৃতির চলমান দৃশ্য
পৃথিবীর ক্লান্তি কপালে এসে করে ভিড়;
থামা নেই তবু; এক এর পর এক
কাজ শোভা পায়। ক্লান্তি সময়ের ঘাড়ে-
হাতে সুই সুতা, কাঁথার বুকে ফোটে ফুল
সৌন্দর্যে মহাকাল অবসাদ পথ ছাড়ে।
ছেঁড়া হাতপাখা খুঁজে পায় নতুন জীবন
নতুনত্বে শৈল্পিকতা তোমার হয়ে জাগে
বাতাসে যৌবন হয় উদ্দীপ্ত শ্যামল; যেমন
কাশবনের ঢেউয়ে স্নিগ্ধ ছোঁয়া লাগে।


আবার উঠোনের ধানে পায়ের স্পর্শ
অগ্নিপথে তোমার বারবার হাঁটা হয়
দ্বিপ্রহরেও বিন্দু সময় পায়না রেহাই
তোমার হাতেই ঘটে তার উৎকৃষ্ট ক্ষয়।
কুলো আর ভাংগাধানে যেন মহাযুদ্ধ
খুঁদ এসে ধরা পড়ে প্রলয় ঝড়ে
অবসন্নতা সালিশে তেপান্তরে অবরুদ্ধ
এখনো অনেক কাজ পড়ে আছে ঘরে।


সদ্য লাগানো কুমড়ো চারাগাছে জল
জলে খেলা করে এক বালতি কাপড়
একপাশের উঠোন লেপনে কাদার কোলাহল
খুঁটি গেড়ে দাঁড় করা হয় হেলে যাওয়া মাচাঘর।
মাঠ হতে ফেরা গরুর জলের যোগান দিতে
"শবনম" বলে ডাক পড়ে পিতার কণ্ঠস্বরে
কাজ ফেলে রেখে উঠে আসা হয়। ভয় নয়;
শ্রদ্ধা রেখে পিতার আদেশ পালনের তরে।
উঠোনে ধানের ঢিপি ঢেকে থাকে নির্বিঘ্নে
অতি যত্নে রাতের আঁধার ঢেকে রেখে বুকে;
সংগ্রাম জীবনে আসে জয় তোমার পদপৃষ্ঠে
কষ্ট আড়ালে ভোর আসে, হাসি মাখামুখে।


১৩ অক্টোবর, ২০১৭


(কাব্যগ্রন্থ- শিশিরের হাসি)