একটি ভালো বই
    সকালটা করে তোলে মুখরিত
    পাখির ডাকের মতন অক্ষরের কলতান সৃষ্টি করে
    ভ্রমরের গুঞ্জন তোলে।
একটি ভালো বই
    হালকা বাতাসের পরশ এনে দেয়
    স্নিগ্ধতা মিশিয়ে দেয় প্রাণের পর
    জাগরিত ভুবনে জয়ধ্বনি নামে;
শিশিরের চমক নয়তো রৌদ্রের ঝলকানি
                   খুলে দেয় শাশ্বত পথ
একটি ভালো বই।


একটি ভালো বই
    দুপুরের তেজী সূর্যের মতোই সত্যের দাবীদার হয়
    যুগ হতে যুগের পথে নিয়ে যায়
    জীবনদর্শনের আলোক রেখা হয়
    কান্ডারি হয় সত্য মতাদর্শের।
    জাগিয়ে তোলে মানবতা, বিবেকবোধ;
    মিথ্যাচারে ক্রোধ
    অত্যাচারে বিদ্রোহ।


একটি ভালো বই
    এনে দেয় প্রেম দেশ-দশের প্রতি
    জননী ভগিনীর প্রতি
    প্রিয়সীর প্রতি
কিংবা নিয়ে চলে প্রকৃতির সান্নিধ্যে
    যেথা প্রেম অনিবার্য।


একটি ভালো বই সন্ধ্যের রাগের মতো
    যে রাগে অনুরাগ আছে কল্যাণকামী
    বিরাগ আছে মন্দপথের।
একটি ভালো বই
    নিস্তব্ধ রাতের মতো গভীর সত্য।


একটি ভালো বই
    একাত্মবোধের গল্প শোনায়
    বন্ধুত্বের গল্প বলে
একটি ভালো বই একাই এক পৃথিবী
একটি ভালো বই
    পৃথিবীর সর্বোত্তম উপহার।


৩০ মার্চ, ২০১৯


(কাব্যগ্রন্থ- সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ)