শুধু ডালে তো ডাল মিশানো হয়েছে
    এখানে ভেজালের কি আছে!
এক নাম্বার ডালের সাথে দুই নাম্বার ডালের মিশ্রণ
এই সামান্য পার্থক্যকে ভেজাল বলে নাকি! আশ্চর্য!
বিদেশী লগো ব্যবহার করে পণ্য বিকিয়েছি
    এতো ব্যবসার প্রসারের জন্য
    এই সামান্যটুকুকে ভেজাল বললে কি চলে!
এক লিটার দুধে তিন লিটার পানি দিয়ে
    নিত্য গবেষণা করি
    দুধের রং সত্যি সাদা কি না,
আরে মহাশয়, আমি অসৎ উদ্দেশ্যে
    কখনো জলে দুধ মেশাই না। ছি তওবা তওবা।
আসলের জায়গায় নকল দিয়ে
    তাদের বুদ্ধিমত্তা যাচাই করি
    ভগবান মাফ করুক, এই ইচ্ছে না জাগলে
    কখনোই এমনটা করতাম না।
চালে নুড়ি কাকর মিশানো হয়, এই পরীক্ষার জন্য যে
তারা পাপ থেকে পুণ্য আলাদা করতে পারে কি না।
বাবুমাশাই, আমরা আসলে ভেজাল কখনো মেশাই না,
আমরা ভেজালে ভেজাল মেশাই।


২৯ জুন, ২০২০


(কাব্যগ্রন্থ-বিষফোঁড়া)