ঘাসপালংকে বসে আমি,
লালচে পৃথিবীর অবয়ব দেখি।
কবে কাছে আসবে তুমি আমার পৃথিবী?
    তোমার জন্য আমার কিছু উষ্ণ চুম্বন অপেক্ষা
    তোমার জন্য স্বপ্ন নিয়ে বসে আছে চোখ,
    বায়না নিয়ে সেজে আছে হৃদয়,
    কিছু প্রলাপ সাজিয়ে রেখেছি ভাবনায়,
    এক এক করে বুনেছি প্রেম।
তুমি কবে দেখা দেবে আমার পৃথিবী
    তোমার জন্য কিছু উষ্ণ চুম্বন আছে অপেক্ষায়।


আমার এলোকেশ অপেক্ষায়
    তুমি এলে দোল খাবে বাতাসে
আমার চাতক চাহনি অপেক্ষায়
    কিছু সৌন্দর্যে মাখবে তোমার আগমনে
কিছু কম্পন কিছু শিহরণে হারাতে
    অধীর বসে আছি আমি।


বুক চিবুক নার্ভদেশে
তোমার আলতো ছোঁয়া স্পর্শে
আমি স্বর্গ খুঁজবো
কবে আমার নগ্নদেহে জড়িয়ে বুকে
    তোমায় আমি রাখবো?
কবে ঘাসপালংকে পাশে এসে বসবে?
প্রিয়, তোমার জন্য আমার কিছু উষ্ণ চুম্বন অপেক্ষা।


৪ সেপ্টেম্বর, ২০১৯


(কাব্যগ্রন্থ - সম্ভাষণ)