আমার হৃদয়ে জায়গা করে আছে
    সকল উচ্ছিষ্ট খাবারের আবর্জনা
    ময়লা কাগজ থেকে কাপড়, শিশুর প্যাম্পাস
    ভাংগা কাচ, ইটের টুকরো
    কারখনার বর্জ্য, বীর্যমাখা কনডম;
আমি অনবরত হাজার হাজার আবর্জনায় ভরে থাকি।
    তাতে আমার আফসোস নেই।


আমাতে শুধু কাক কুকুরের বন্ধুত্ব
আরো দুই চারটে বন্ধু আসে
    তোমরা যাদের বলো টোকাই;
    তাতেও কোনো দুঃখ নেই।


আমার হৃদয় ব্যথিত হয় যখন কোনো কুকুর ছানা
তোমাদের দ্বারা দুর্ঘটনায় মারা গিয়ে
    আমার বুকে পড়ে থাকে।
আমার খারাপ লাগে যখন প্রকৃতির ঝাড়ুদার বেগবান গাড়ির আঘাতে আমার বুকে এসে মরে।
যখন নাড়িভুড়ি বের করা কোনো কুকুরকে তোমরা ফেলে যাও;
    আমার কষ্ট লাগে, খুব কষ্ট লাগে
    তারা আমার বন্ধু বলে কথা।
প্রকৃতির নোংরা খেয়ে তোমাদের পরিষ্কার রাখার দায়িত্বে নিয়োজিত সৈনিকের মৃত্যুতে আমি ব্যথিত হই।
শুধু তাই নয় শত মৃতভ্রূণের আত্মচিৎকারে আমি হই শ্বাসরুদ্ধ।


আমি ডাস্টবিন দুর্গন্ধময়;
অতিক্রান্ত পথে আমায় দেখে তোমরা নাক চেপে ধরো
কিন্তু শ্বাসরোধে হত্যাকৃত বন্ধুকে আমার বুকে লুকিয়ে রেখে যাও
কারো টুকরো দেহখন্ড আমার দেহে রেখে যাও তখন আমার হদয় ফেটে যায়।


হা আমি ডাস্টবিন, থাকি প্রতিদিন জঞ্জালে ভরা।
আমি ডাস্টবিন, তোমাদের কারো কারো হৃদয় হতে অনেক পরিষ্কার।


১৯/১২/২০১৯
সংস্করণ ২৩/১২/২০২০


কাব্যগ্রন্থ - সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ