কাননবালা,
   তুমি নাকি মেঘ ভালোবাসো?
   এইতো সেদিন সিগারেটের ধোঁয়ায় ধোঁয়ায়
         বুনেছিলাম কয়েক খন্ড মেঘ।
   কিন্তু সেদিন তুমি মেঘ দেখো নি!
   বলো নি এসে, নিকোটিনের গন্ধে
         আমার মেঘ কলুষিত করো না।
         এসব মেঘে আমি আবেগ হারাই
         তারা আমার প্রিয়জন-
বাসা তোমার ছয় রাস্তার মোড় দ্বাদশী ভবন।
   আমি মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক স্তম্ভ
   তুমি বারান্দায় আসবে কখন?


তুমি নাকি দ্বাদশীর ছাদ হতে নদীতীর দেখো?
   আমি ছুটে গিয়েছি তীরে
   কাশবনের ভিড়ে
   দ্বাদশী পানে
         দিয়েছি হাতছানি
         পেয়েছো কি?
দেখেছো কি ইশারায়, আমার প্রেমমাখা মন
বাসা তোমার ছয় রাস্তার মোড় দ্বাদশী ভবন।


তোমায় দেখবো বলে
   প্রহর যুদ্ধে নেমেছি আজ
   তবু তোমার দেখা নেই
সময় হতে সময় হারায়
অপেক্ষা বলে, তুমি আসলে বুঝি এই--
    অবসান আর কিছুক্ষণ আর কিছুক্ষণ
    বারান্দায় তুমি আসবে কখন?
আকাশ ভাঙা চিৎকারে বলবে
    এই ছেলে
    তুমি কি বটবৃক্ষ নাকি ল্যাম্পপোস্ট?


২ জানুয়ারি, ২০২০


(কাব্যগ্রন্থ-সম্ভাষণ)