তোমরা নাকি আমাকে ভয় পাও?
সত্য করে বলো তো কেন ভয় পাও?
আমি অনিবার্য সত্য; তাই বুঝি ভয় পাও।


তোমরা কি শুধু আমাকেই ভয় পাও?
শুনেছি শশ্মান দেখলে ঘাবড়ে যাও
তোমাদের তখন মৃত্যুভয় এসে যায়।
গোরস্থান দেখলে তবেই আল্লাহ রাসূুল মনে পড়ে।
তখন পাপপুণ্যের হিসেব শুরু করো।
হিসেব মিলাতে পারো তো?
হিসেবের খাতায় স্বর্গ আসে তো?
কখনো পাপের ভারে নাকি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ো?
তখন কি হিসেব করো?
তুমি জিতে গেছো, তোমার রব নেই
নাকি শুধু আমি মৃত্যুকে জয় করা বাকি?


কারো লাশ দেখলে শরীর শিউরে উঠে।
ভয়ে?
তোমরা নাকি কালো জাদুতে ভয় পাও
ভূতে ভয় পাও, যারা নিছক।


সব ভয়ের পেছনে তো আমিই তাহলে।
একটি ভয়।
মৃত্যু।
মৃত্যুভয়।
আমি "মৃত্যু" অনিবার্য সত্য ধ্বংস
আমাকে ভয় করে কি লাভ?
সময় থাকতে ভয় করো
তোমার রামকে
তোমার রহিম রাহমানকে।


১৭ অক্টোবর, ২০১৮