(সম্মানিত কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা “প্রেম দিতে থাকো” অনুসরণে)



মালবিকা, তোমার যৌবনশিখা ভিসুভিয়াসের অগ্নিধারা
আমি অসুর, যুগ ক্ষুধাতুর, ভাংচুর, উত্তপ্ত সাহারা
আমার সাহারা মাঝে জাগিয়ে প্রাণ উষর করে দাও
কে আমি আমার মাঝে তুমি তোমায় ভুলে যাও
স্তন মোলায়েম, ওষ্ঠ কমলহেম, কামনার উৎসাহে
ভস্মশিশ্ন-ধ্বংসযোনি, মাতো প্রেমে বিশৃঙ্খল দেহদাহে
মালবিকা, আমি প্রেম খাবো তুমি প্রেম দিতে থাকো
তুমি মগ্নপ্রেম-নগ্নস্তন-আলিঙ্গনে জড়িয়ে আমায় রাখো।


২৪ ডিসেম্বর, ২০১৯


(কাব্যগ্রন্থ-সম্ভাষণ)