এক কাপ চা আর খবরের কাগজ
পৃথিবীর চিত্র হাতের মুঠোয়
শান্তি যেন জিম্মি
সুখ বুঝি নির্বাসন।
মগজে ভাবনা পরিত্রাণ খোঁজে
কাপের তলে পড়ে থাকে নিঃশ্বাস।


শব্দভরা খবরের কাগজ
অক্ষরে অক্ষরে লড়াই
শঙ্কিত কাগজ কম্পিত ভূলোক
দেখে ক্ষমতার বড়াই।


এক খবরের সাত রকমারি
দলে দলে বাড়াবাড়ি
ভাইয়ে ভাইয়ে মারামারি
স্বামী স্ত্রীতে ছাড়াছাড়ি।


বডার্রে অস্ত্রপাচার
প্রহরীর ঘুম লাচার,
মাদকের খোলা বাজার
বাবার শিরনিতে ডোবা মাজার।


কেঁচো খুড়তে সাপ আসে
প্রশাসনের চাপ আসে
বাপের পরে বাপ আসে
সাপের বদলে কেঁচো ফাঁসে।


মতামত আছে, একাত্ম নেই
শিক্ষায় মনুষ্যত্ব নেই
দীক্ষায় পবিত্রতা নেই
ভিক্ষায় প্রেম নেই
পরীক্ষা আছে, মান নেই।


চুক্তি আছে, মুক্তি নেই
ভক্ত আছে, ভক্তি নেই
আসল জায়গায় উক্তি নেই
তর্ক আছে, যুক্তি নেই।


কথার মাখনে
মোটিভেশনাল ছাঁকনে
তেলবাজির মলমে
কালি কলমে
কলাম ভরে আছে খবরের কাগজে।


১৭ জানুয়ারি, ২০১৮


(কাব্যগ্রন্থ-বিষফোঁড়া)