কার খোঁজে এসেছো?
না, আমি কবি নই।
আমি কবিতা লিখতে জানি না
শব্দচয়নে আমি নিন্তান্তই অপারগ
মিল-অন্ত্যমিল জানি না
অক্ষরেরা আমার ভাবনায় সাজে না।


তোমার বর্ণনা চাও?
হাতজোড় মিনতি আমি কোনো সায়ার নই
আমি উপমা সাজাতে পারি না
তোমার নিছক বর্ণনা দিতেও আমি অজ্ঞ
তোমাকে বর্ণনার জন্য আমার কোনো চন্দ্র নেই
কোনো জোছনা নেই
রাতের সৌন্দর্য নেই
জোনাকির আলো নেই
প্রজাপতির রং নেই
বিদিশা শহর নেই।


গান শোনাতে হবে?
আমার কন্ঠস্বরের সাথে সুরের মেলবন্ধন নেই
ইচ্ছের সাথে গানের যোগসূত্র নেই
গান আর সুর আমার স্বরে ধ্বনিত হতে চায় না
আমার স্বরে যে আমার কোকিলতা নেই;
সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে না।


প্রেম চাও!
কি প্রেম দেব তোমাকে?
আমি কবি নই
আমি সায়ার নই
আমি কোনো গায়ক নই
কোনো নটোবর নই
কি দিয়ে তবে প্রেম সাজাব?
নীলাম্বরী, তুমি ভুল ঠিকানায় এসেছ
এখানে কোনো প্রেমিক থাকে না।


১১ মার্চ, ২০১৮


(কাব্যগ্রন্থ- সম্ভাষণ)