মনে কি পড়ে
সহস্র শতাব্দী পূর্বে আমরা পড়েছিলাম প্রেমে
যেন পৃথিবী বুকে প্রথম বৃষ্টি এসেছিল নেমে
অঝোর ঝড়ে।
একাত্মে মিশে
বৃষ্টি মাটির প্রথম মিলনের মতো অনুভূতি
জেগেছিল। মহাসমুদ্রে ছিল ঢেউয়ের আকুতি
হারিয়ে দিশে;
সমুদ্র ঢেউ
ঠিকানাহীন হয়ে পড়েছিল ভালোবাসার প্রলয়ে;
অলি গুঞ্জনে স্নিগ্ধ বায়ু এসে মিলেছিলো মলয়ে;
দেখেনি কেউ?


মেঘের রথ
দেখেছিল প্রেমলীলা। লজ্জাবতী ছিল চোখ বুঁজে
সভ্যতার তখনো হয়নি জন্ম; ভাষা পায়নি খুঁজে
বিশ্বের পথ।
অমর গল্পে
ভালবাসা খুঁজে পেয়েছিল শুধু আমাদের। সেই
এক পবিত্র অসভ্য প্রেমে রংধনু ক্ষণিকেই
বর্ষণকল্পে
মত্তমাতাল
হয়ে উঠেছিল। ছিলো আমাদের জয়জয়কার;
চাঁদে নেমেছিল প্রথম পূর্ণিমা। স্তুতিতে আঁধার
মহাকাল।


উজ্জ্বল হেম
তোমার চাহনির ভিড়ে ছিলো দীপ্ত প্রেমবাহার;
চোখ বুজার ইশারাতে ভালোবাসার আবদার;
গভীর প্রেম।
নূরজাহান,
দুজনে সহস্রাব্দ পূর্বের কোনো এক অণুক্ষণে
পলকে জড়িয়েছিলাম অনন্ত প্রেমের বন্ধনে।
পাখির গান
জোনাকি আলো-
মাখা সহস্রাব্দপূর্ব কোনো গভীর রাতের মতো
গভীর প্রেম ছিল আমাদের।


১৩ জুন, ২০২১


(কাব্যগ্রন্থ- সম্ভাষণ)



নূরজাহান আর অমীমাংসিত প্রেম


রাতকে দীর্ঘ হওয়ার গভীর প্রয়াস
আজ রাত চুম্বনে থেমে যাক মহাকাল।


কথা ছিল খুব কাছে আসা যাবে না,
নিরালায় সে চন্দ্রপূর্ণিমা দেখবে।
আমার আঙুলের স্পর্শ তার হৃদয়স্পন্দন বাড়িয়ে দেয়
কথা ছিল তার আঙুল ধরা যাবে না।


এখন চাই রাত দীর্ঘ হোক
আজ রাত হোক মহাকালের শামিল।


একলা ছাদের ছাউনিতে সে
দূর আমি দূর একটু।
সে দেখে চন্দ্রপূর্ণিমা আকাশতলে
আমি পূর্ণিমা দেখি তার মাঝে
কথা আছে, তার কাছে যাওয়া যাবে না।
আজ রাতে নামুক মহাকাল
ঠোঁটের স্পর্শে জড়াই কিছুক্ষণ।


মগ্ন রাত্রি পূর্ণিমার প্রেমে
আমার আলপনা শ্রেয়সীর অভিসারে
              বারেবার
তার কাছে তার আঙুলের আহ্বান।
তার উন্মত্ত শরীরের বিভীষিকার হাতছানি
হালকা বাতাসে যোবনশিখা আরো উদীপ্ত হয়।
আমি উন্মাদ অগ্নিভস্ম হওয়ার
কথা আছে, খুব কাছে যাওয়া যাবে না।
এখন দুজনে চাই
নিষিদ্ধ নেশার গভীর আলিঙ্গন
চাই, নেমে আসুক মহাকাল।


আমি দোলনায়, বাসনায় হারাই শ্রেয়সীতে
মৃদু বাতাস করে আরো ঘর্মাক্ত।
তার হাসি পূর্ণিমার সীমানা পেরিয়ে
ওড়না খসে পড়েছে তার খুশির ভারে।
তুলে দিতে সে হস্ত বাড়ায়
ভুলে ভুলে, ভুল ভূগোলে তার আঙুল ডানা তুলে।
আকস্মিক স্পর্শে উত্তাল হাওয়ার মতো সে বসে  পড়ে আমার পাশে।
কথা ছিল, খুব কাছে আসা যাবে না।


অনাবৃত তার চিবুক, উন্মুক্ত বুক
যেনো সে পূর্ণিমার আগ্নেয়গিরি,
তার অধরযুগলে যেন ঢেউ থামানোর মিনতি।


এ যেন ভুল পৃথিবী
ভুল অক্ষাংশ
ভুল দ্রাঘিমাংশ
যেন ভুল রাত্রিতে ভুল অবস্থান।
আজ রাতের রূপকথা ভুল।
ভুল ভুগোলে দুজন চাই নামুক মহাকাল।
শ্রেষ্ঠ চুম্বনে হারাই কিছুক্ষণ।


২৪ নভেম্বর, ২০২০