সত্য চাই, সত্য। হোক না সে নিষ্ঠুর,
মিথ্যে বুলিতে আমি কানের সুধা চাই না;
বাস্তবতা হোক না ক্রূর
তবু কৃত্রিমতার প্রেমপরশ চাই না
আমি মানিয়ে নিতে রাজি তিক্ত বাস্তবতা।


নিনাদ বাণীতে ভেংগে চুরমার, খান খান
তেজী, উদীপ্ত জাগরণী সাহস চাই;
প্রাণে মিথ্যে সুন্দরের নির্মোক চাই না,
    বজ্রপাতের স্বরে-
গর্জিত কুৎসিত আমার অভিবাদনযোগ্য।


ঘরে ঘরে নেমেছে বিগ্রহ
লালসায় জিভ বের হয় এক হাত
ভাগ বাটোয়ারা সত্যাগ্রহ
মনুষ্যত্ব রয়ে যায় পশ্চাৎ।
বিদুঘুটে সুন্দর আঁধারে ঢাকা দৈনন্দিন জীবন
সে জীবন আমি চাই না।


যে সুন্দর হাসাতে জানে না
যে সুন্দর অসত্যের প্রতি
যে সুন্দর জীবন ঝরায়ে যায়
যে সুন্দর বাঁচার গল্প বলে না
যে সুন্দরে সত্য ভবিষ্যৎ নেই
সেই সুন্দর আমি রাখি ধিক্কারে;
সেই অলীক সুন্দরের বিরুদ্ধে আজ আমার বিদ্রোহ।


১৭ ফেব্রুয়ারি, ২০২০
(কাব্যগ্রন্থ - সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ)