সৌদামিনী,
    তুমি আজ স্কুল বারান্দায় নেই
    তোমায় মন্দির চত্বরে দেখি না
    তোমার কোনো খোঁজ নেই
    তোমার দেখা নেই
    নেই তোমার যেতে যেতে
                   ফিরে থাকানোর কোনো অজুহাত;
    আমি সুব্রত, আজো তুমি সৌদামিনী অপেক্ষায়।


স্কুল গেট আর মন্দির চত্বরে পড়ে থাকি
অপেক্ষায় নক্ষত্ররাজি মিথ্যে মনে হয়
    আকাশটাও মৃতপ্রায়
    আমি পাগল যেনো মিথ্যে।
মনে হয়
    মিথ্যে বুঝি ছিল আমার ঝরে পড়া ঘাম।
    এই মিথ্যে স্বান্তনায় চোখ বুজলেই
                    আবার তোমায় দেখি;
    গুঞ্জনে শুনি তোমারই নাম।


আমি সুব্রত বিব্রতভ্রমে
যেনো তুমি সৌদামিনী,
    এই বুঝি এলে
    এই বুঝি এলে।


১২ জুলাই, ২০২০


(কাব্যগ্রন্থ-সম্ভাষণ)