এক বিকেল ফুরিয়ে সন্ধ্যের আগমন
পাশাপাশি বসে আমরা দুজন মহাকাল;
এই নীরবতার সাক্ষী স্রোতের কোলাহল
   দৃষ্টিতে গভীর ভালোবাসা হয়েছে।


চুপচাপ; নেই কোনো কথা
আমার কাঁধে নুইয়ে মাথা
দুই মেরুকে এক সুতোয় বেঁধে নিলে।
দূরে জোনাকির দল আলোর ছড়ানোয় মেতে
তুমি নাকের ডগা দিয়ে
   আমার গলায় যুদ্ধে নামলে,
   আমি নিরস্ত্র।
   যেনো হুকুম তামিলের গোলাম স্বরূপ নিশ্চুপ।
ঝড়ো বাতাসে উড়ে এসে বসলে কোলের পর-
   তারপর মুখোমুখি দুই মেরু;
   কোনো বিকর্ষণ নেই;
   সময়ে এক পৃথিবী আকর্ষণ।


   সন্ধ্যের লজ্জে পাওয়ার নাম নেই
   চাঁদের আজ ভীষণ ঘুম,
   ব্যস্ততায় শুধু তুমি আর নদীর স্রোত;
   দুই জনেই কামনায় প্রবাহমান
রাতের আঁধার জানে না কত আঁধার হয়েছে?
স্রোত জানে না কতটা এগিয়েছে পথ?
তুমিও জানোনা বুকে জড়িয়ে থাকার সময় কতকাল?
আমি জানি না, আমি উন্মাদ
   নীরব প্রেমে তোমায় কতটা ভালোবেসে যাই?


বুকে জড়িয়ে ভোরের আগমন
কাশফুল দোলে, সাথে তোমার উন্মুক্তবুক।
ভোর সতেজতায় লজ্জার আর্বিভাবে
   সযত্নে আগলে নিলে চিবুক সৌন্দর্য
   চোখ ঘষতে ঘষতে উঠে দাঁড়ালে।
স্রোতের মাঝে ধ্বনিত হলো, "এখন যাওয়া দরকার"।


৭ মে, ২০২১


(কাব্যগ্রন্থ-সম্ভাষণ)