চাইতে নেই সবকিছু, কিছুকে ধরে নিও পাপ,
না পাওয়া হোক কল্যাণকর, নয় অভিশাপ।
ব্যথিত হৃদয়, কেন হবে ক্ষয়, না পাওয়ার মূলে,
কিছু স্বপ্ন, অসময়ের দুঃস্বপ্নরূপে যেও ভুলে।


তুমি প্রয়োজন, কারো বিনোদন, কারো বেহিসাব,
জানো সব, করবে তবু ভুল, আবেগের স্বভাব।
কোনো ভূলে, ইচ্ছের বড় ইচ্ছে হবে আত্মঘাতী হতে
সে জীবন দিও আমার নামে ভিক্ষে, এই পৃথিবীতে।


তুমি সত্য, তুমি সুন্দর, দিওনা জন্মান্তের ধিক্কার
বেদনা শ্বাশ্বত, পরিত্রাণে দিও আত্মচিৎকার ।
তোমার মাঝে তুমি প্রলয়, ইচ্ছে খুশির দিশে
তোমার চিত্তমম, সুন্দরতম, পুণ্যে থাকুক মিশে।


৪ মে, ২০১৯