আমি দেখেছি অপূর্ণাঙ্গ গোলাপের কলি,
যা অযত্নে পূর্ণ নষ্টে গিয়েছে তলি।
আমি দেখেছি ফোটন্ত গোলাপের টসটসে লাল রং,
সৌন্দর্যের আকর্ষন বিলিয়ে পরেছে নিস্তেজের ঝং।


আমি দেখেছি সমুদ্রের জোয়ারের গর্জন,
ভাটায় পতিত পলি তা করেছে বর্জন।
আমি দেখেছি অগ্নির লেলিহান তীব্র হুংকার,
জল প্রবাহে নীরব ছাই এর অলংকার।


আমি দেখেছি মিটি মিটি তারার সুদর্শন ইশারা,
মেঘযুক্ত বাহ্যিক আবরণ মিশে হয়েছে দিশেহারা।
আমি দেখেছি কুমারী নারীর জলন্ত যৌবনের উজ্জল আকর্ষণ,
অপচয়, অবহেলায় স্বতিত্ব নষ্টে কষ্টের ছাপ মিলেছে বির্কষণ।


আমি দেখেছি বিবাহিত নারীর অহংকার,
বিধবার ক্লেশে শীতল মনের মসৃণ অলংকার।
আমি দেখেছি সম্পদের বলে টাকা গিলে খা্ওয়া,
ভ্রান্ত পথের স্বাচ্ছন্দ্যে সর্বস হারিয়ে লাঞ্চনা পা্ওয়া।