নিত‌্য নতুন বৃত্ত আঁকে,
চিন্তাচ‌্যূত মনের বাঁকে।
ভাবনা আর কল্পনার মাত্রায়,
কর্মহীন জীবন যাত্রা।
বড় হওয়ার আকুল আবেদন,
স্বপ্নকে কল্পনায় করি নিবেদন।
যতক্ষন কল্পনায় ভাসি,
ততক্ষন অবচেতন মনে হাঁসি।
কল্পনার মাত্রা যত অস্থির,
আমি তত স্থির।
যখন কল্পনা হতে বাহিরে যাই,
তখন বিপত্তির দৈন্যকে ফিরে পাই।
যেখানে খুঁজি কল্পনার চাওয়া,
সেখানে বুঝি বহনহীন দায়িত্বের ভোজা পাওয়া।