ভালোবাসার প্রফুল্ল আকর্ষনের টানে,
অসম্ভব কর্ম সম্ভবে বিবর্তিত তা সবাই জানে।
ভালোবাসার স্পর্শ আকর্ষন,
শৈত্য-বায়ু, বরফ-সংযুক্ত আবহাওয়াকে করে বিকর্ষন।
ভালোবাসার উচ্ছ্বাস চাঞ্চল্য ভাব,
প্রকৃতি আর মানব-সৃষ্টি বিপর্য;
কেটে উঠাই প্রত্যেকের স্বভাব।
ভালোবাসার স্থীর চিত্তের চেতনার প্রয়াস,
শত-দুর্দিন, কাঁটার-আঘাত নীরবে সহ্য করার অভিপ্রয়াস।
ভালোবাসার রিক্ত-ক্ষরনের আকুল আবেদন,
স্বীয়-হৃদয়কে চেপে ধরার ব্যাকুল নিবেদন।
ভালোবাসার বাহ্যিক সমস্যার প্রভাব,
পোক্ত-হস্তে নিধনে রুদ্ধ-শ্বাসের মনোভাব।
ভালোবাসার অন্তর্নিহিত অদৃশ্য স্থীর ক্ষয়,
নীরব-নিবৃত্তে সবই মস্তক এগিয়ে লয়।
ভালোবাসার উগ্র-মৌনতার গর্জন,
দুর্জয় বেশে সকল ক্লেশকে করে বর্জন।
ভালোবাসার তীক্ষ্ম দৃষ্টির অনুপাত,
দৃশ্য জালে সৃষ্টি করে গতানুপাত।
ভালোবাসার পিপাসার্ত তৃষ্ঞার টানে,
দু'টি হৃদয় একই মালায় খুব নিকটে আনে।
ভালোবাসার ক্রিয়া-প্রতিক্রিয়ার মাঝে,
প্রকাশ্য, গুপ্ত একই রং এ সাজে।
ভালোবাসার নৃত্য তালের ছন্দ,
যতই লিখি নাহি হবে বন্ধ।