মানুষ একা বাঁচতে পারে না,
প্রয়োজনীয় কাজে মন সরে না।
বন্ধু ব্যতীত পথ চলে না,
বন্ধু ছারা কথা বলে না।


একা মন থাকে নির্জনে,
দু'জনে পথ বদলায় সৃজনে।
একাকি পথে সৃষ্টি হয় বিশৃংখলা,
বন্ধুকে সাথে মিশালে হয় শৃংখলা।


বন্ধু মানে বাঁধন,
বন্ধুহীন জীবন কাঁদন।
আঘাতে বন্ধুর হৃদয়ে ফাঁটল নাহি হয় ক্ষুদ্র,
বুঝাবুঝিতে প্রকৃত বন্ধুর ভালোবাসা মিষ্টি হয় বৃহৎ।


বন্ধুহীন প্রাণায়ণ হতাশায় ক্ষিপ্ত,
স্বীয় কথা ব্যক্ত না করায় তীব্র দৈন্যে লিপ্ত;
দুঃখ শেয়ারে বন্ধুর হৃদয় হয় পোক্ত।


যখন আসে সফলতাকে গ্রাস করার বাঁধা,
তখন বন্ধু সকল হ্রাস করে বলে গাধা;
আমি আছি তোর সমিপে হৃদয়কে নাহি কাঁদা;
বিপদ আসতে বল আরও জাদা।


সফলতা ছিনিয়ে আনার আকুলতা,
বন্ধুই পাশে থেকে সৃষ্টি করে ব্যাকুলতা।
সম্ভাব্য সফলতা আনায়নে উৎসাহ দেন যিনি,
স্বর্থহীন প্রকৃত বন্ধু বুঝি তিনি।