স্বপ্ন ছিল তোমায় নিয়ে,
সাজিয়ে গুছিয়ে দিব বিয়ে।
স্বপ্ন আজ কল্পনায় রয়ে গেল,
বাস্তবতার কঠিন জালে রিক্ততা পেল।


স্বপ্ন ছিল বিবাহ দিব বৃহৎ কমিউনিটি সেন্টারে,
সুশীল সমাজ আসবে,বসবে, বাজবে স্বাচ্ছন্দ্যের ঘন্টারে।
সানাই এর সূর বাজিয়ে, পরীর মতো সাজিয়ে,
আনন্দের জোয়ার ছরিয়ে, পূর্ণ আকর্ষণের মাত্রা দিতাম ভরিয়ে।


স্বপ্ন ছিল তোমার চা্ওয়ার পূর্ণতা,
সবই পাবে, যা কল্পনার অতীত তা্ও পাবে নাহি যেন হয় শূণ্যতা।
তোমার পা্ওনা দেখে আশে-পাশের লোক বলবে,
আহ..মেঘ না চাইতে বৃষ্টি বাহ..বাহ....চলবে।


আজ বাস্তবতা এমন স্থানে অবস্থান,
সবকিছু হারিয়ে হলাম প্রস্থান।
কাঁটার আঘাতে হৃদয় ক্ষত-বিক্ষত,
ক্লেশের সহিঞ্চুতা নাহি রয় অক্ষত।


জানি তোমার সবটুকু ঘৃণা আমায় গিরে,
ভাই হয়ে বোনের স্বপ্ন বাস্তবে নাহি পারলাম পেীছাতে নীড়ে।
মানি সবই তকদীরের খেলা,
বিধাতা ধরণীতে ধনী-গরিবের বসিয়েছেন মেলা।
তকদীরে যা আছে লেখা,
খন্ডন নাহি হয় তা কোরআন থেকে শেখা।