একটি ছেলে খুব নীরবে ভাবে,
এভাবে কি আমার দিন যাবে?
হাজারো কষ্ট চাঁপা দিয়ে,
চলি হাঁসি মুখ নিয়ে।
শত যন্ত্রণা হৃদয় ক্ষত,
লোক দেখে বলে মুই অক্ষত।
সুখ নেই মনের ঘরে,
স্বাচ্ছন্দের উত্তাল হা্ওয়া বাইরে।
সারাক্ষণ মনের অস্থিরতা,
অস্থির মানুষ ভাবে মোর স্থিরতা।
হৃদয়ে বইছে অনলের খেলা,
সবাই বসায় আনন্দের মেলা।
আমি খুব একা,
সবাই ভাবে ন্যাঁকা।
ভাব প্রকাশে সঙ্গি নাই সাথে,
একাকি জীবন পার করি দিবা-রাতে।
জীবন চলছে অন্ধকারে,
লোক বলে চলছে আলোর অলংকারে।