বিজয় বেশে বর্ষার আগমন,
বল প্রয়োগে গগণ জুড়ে গর্জন।
তীব্র হুংকার বিজলির আলো,
চারদিকে সৃষ্টি হয় আঁধার কালো।


বর্ষার আগমনে বাগানে বাগানে ফুটছে ফুল,
বর্ষার গ্রহণে ফুলের সৌরভ ছরাচ্ছে নহে ভুল।
হাসনেহেনা আর রজণীগন্ধার আকর্ষণীয় গন্ধ,
ভালবাসার ছুঁয়ায় যেন হৃদয় হয়ে যাবে বন্ধ।


কৃষকের জমি আমন আর আউস ধানের মেলা,
বর্ষার বলিষ্ঠ তান্ডবে জোয়ারের জলে খেলছে খেলা।
পোক্ত, পাঁকা ধানের আকর্ষণীয় ছায়ায়,
তাড়াতাড়ি কেটে আনে ঘরে আপন মায়ায়।


অবণীর মা ধান রৌদ্রে দিয়েছে,
হঠাতই আকাশে মেঘ জমেছে।
বর্ষার হাঁসি সৃষ্টি হয়,
তাড়াহুড়া করে ধান ঘরে লয়।


গাছে গাছে নব কুঁড়ির সৃষ্টি,
চক চক করে কুঁড়ি, যখন শুরু বৃষ্টি।
চারপাশ ঠান্ডা বায়ু যত দূর যায় দৃষ্টি,
হৃদয় গহীণে শুরু ভালবাসার কম্পন সৃষ্টি।


বর্ষার মৃদু ঠান্ডা বাতাসের ছুঁয়ায়,
অবণীর হৃদয়ে জমেছে ভালবাসার স্পর্শ মায়া।
নীর্জনে, নীরবে কাঁদছে একা,
সবাই ভাবছে অবণী বুঝি ন্যাঁকা।


  
                   **********


         “বরষার আয়োজন”