হৃদয় প্রস্ফুটিত পুষ্পের ন্যায় বিকশিত হয়।
বাগানের সমগ্র পুষ্প অজানা গন্তব্যে হারিয়ে যায়।
বৃক্ষে নব কুঁড়ি উজ্জিবিত হয়।
সিন্ধুর ফেনিল উচ্চাকাঙখা কূলের সহিত কথোপকথন করে।
উচ্চ পর্বতের চূঁড়া শ্রদ্ধায় মৃত্তিকার সহিত মিশ্রিত হতে চায়।
প্রাণায়ণের কল কল ধ্বনি,
মধুর সূরে প্রভাবিত হয়।
প্রকৃতি যেন আপন রঙ্গে সজ্জিত হয়।


যখন হৃদয়ের প্রশান্তি ও স্বাচ্ছন্দ্যের নিমিত্তে,
আমার মায়ের মুখে নিমজ্জিত হয়;
এক ঝলক সুগভীর হাঁসি।


****************