গাই তারুণ্যের জয়গান,
দিয়ে হৃদয়ে শান।
সকল বাঁধা পেরিয়ে,
সম্মুখে যাব এগিয়ে।


মনের বল বাড়িয়ে,
সকল সমস্যাকে দিব তাড়িয়ে।
আছে ‍যত হারানো ব্যথা,
স্মৃতিতে মুছে দিব সব কথা।

আনন্দের ধাপট নিয়ে চলব,
অন্যায়ের বিরুদ্ধে সত্যি বলব।
দুর্বার গতিতে বন্ধুর পথে চলব,
শোষন দাতাকে ‍যুদ্ধে হারাবো;
দুস্থ মানুষের পাশে দাঁড়াবো।


দেশ ধ্বংসে করবে যে গ্রাস,
জোয়ানের বলে করব তা হ্রাস।
দুখি মানুষের যন্ত্রণা,
কাছে বসে দিব তাদের শান্তণা।


নিবে গেছে যাদের আশা,
প্রদীপ জ্বেলে দিব তাদের ভরসা।
ক্ষুধার জ্বালায় জ্বলছে যারা,
অন্নের যোগান দিবে তরুণরা।


স্বপ্ন মুছে জীবন যাদের গিয়েছে অন্ধকারে,
স্বপ্নের বাণী শুনিয়ে;
তরুণরাই সাজাবে অলংকারে।