তুমি আসোনি তাই
একটার পর একটা সিগারেট জ্বলে ঠোটে
ভাবনাগুলো খামোখাই
বাসর সাঁজাতে স্বপ্নের পিছে ছোটে


আসোনি তুমি বলে
বাহিরে কুয়াশা কেঁদেছে দীর্ঘ রাতে
আমি ভেবেছি কোনো ছলে
আসবে ঠিকই শিউলি ঝড়া প্রভাতে


রাতটা আমার কেটেছে জেগে
দিনটাও হলো বিশাদের বালু
বিশ্বাস কর একটুও নেই রেগে
নিশ্চয়ই আজকে আসবে নিলু


আজকেও তাই ফুলে ফুলে
সাজালাম ঘর, নিলুর প্রিয় ব্যালকনিটাও
সন্ধ্যার চাঁদ উকি দিলে
আশার প্রদ্বীপ জ্বলেছে মনের কোথাও


ডুবে গেল চাঁদ, কেটে গেল রাত
আসলোনা তবু সে
জানিনা কি দেবে অজুহাত
অভিশাপ যেন প্রতিটা নিঃশ্বাষে


ছি! ছি! কি সব ভাবছি
তুমি থেকো চির সুখে
দূরে থাকো কিবা কাছাকাছি
চিরদিন রবে বুকে