এখন আর নেই পুরোনো কোন আবদার
রাত্রী করে বাড়ী ফেরায় ওপাশ ঘুরে সোয়া
ছুটির দিনে সকাল সকাল গরম লুচি হয়না
জানি ওটা খুব প্রিয় ছিলো তোমার।
উইকেন্ডের বিকেলে আমার ছিলো বায়না
চলো সিনেমা দেখে আসি
এখন সেসব কিচ্ছুটি নেই, তবু সবটা যেন আজও ভালোবাসি।
জানো! এখন কপালের বাঁকা টিপটা ঠিক করে দেয়না কেউ
কেউ ডেকে বলেনা চুলগুলো খুলে রাখো
বর্ষাদিনে যখন তখন তোমায় মনে পরে
তুমিতো এখন অন্য গ্রহে থাকো।
আমার কাছে তোমার আছে অনেক
পুরোনো হাতঘড়ি, ছেড়া ওয়ালেট, ঘামধরা সেই টিশার্ট
শুনেছি ক্যাবলাপনা সেই পুরুষই আজ নাকি খুব স্মার্ট
আমিই যেন আগের মত রয়ে গেলাম সেই
তোমার কাছে আমার হয়তো অবশেষ কিছুই আর নেই
তবুও ভালো, যা পারিনি আমি, অন্য কেউ তা পারে
হয়তো আজকের এই আলোটাই জ্বলতে পারতো আমার আঁধার ঘরে।