কেন মিলনের লাগি এতো ব্যাকুলতা হে
কেন হৃদের যাতনা মিশেছে মৃত্তিকাদেহে
সখা আজিকের এই বরষায়
মিলেমিশে একাকার হয়ে যায়
নয়নের ক্লান্তিজল, তুমিহীনা ব্যাকুল বিরহে।


মেঘে মেঘে বেলা হারালো সন্ধ্যায়
রবির আলো দিলো ফাকি কেবলই ছলনায়
আমার হারানো হিয়ারধন
বেদনায় বেধেছে নিষ্ঠুর অভিমান
তোমা থেকে পাওয়া এমন অবহেলায়।


যদি এমনি আড়ালে রবে; প্রিয় তবে,
আমিও হারাবো নিজেকে রঙ্গিন শরাবে
তাতে যদি মোর যাতনা
কিঞ্চিৎ পায় সান্তনা
নাহয় সেটাই ভালো, তুমিতো সুখী হবে।