বাপ দাদাতে লিখে গেছে দু চার লাইন ছড়া
আবোল-তাবোল, হিজি-বিজি জ্যান্ত কিবা মরা
ছিলো সবটাই মনগড়া
এটা বংশ পরম্পরা
রাখতে ধরে কলির মডার্ন কালে
লিখছি দু চার লাইন চারটে ভায়ে মিলে
এক ভাই-এ তে শব্দ ভাবে, আরেক ভাই-এ বাঁধে
আরেক ভাই-এ ছড়া শেষে হাপুস তুলে কাঁদে
এমন সবই কান্ড মোদের সবটা নকল ছড়ায়
তবু চার ভাই আজ একহয়ে আছি বংশ পরম্পরায়।।