হয়তোবা নীল আকাশে উড়বেনা মেঘ আর
পথে পথে ক্ষুধাপেটে ঘুরবেনা যাযাবর
হয়তোবা পাখিটা ফিরবেনা কোনদিনই ঘরে
নদীটার বুকফাটে ভেসে ওঠা চড়ে
চলে যাওয়া সময় আর হয়তোবা ফিরবেনা
ফেলে আসা সুখগুলো কারো মনে পরবেনা
হয়তোবা স্মৃতিগুলো পুড়িয়ে হিয়ার দহনে
একফোটা জল কেউ আনবোনা নয়নের কোণে
হয়তোবা তুমি আর বাঁচবেনা অন্যের ঘরে
আমিও মরবো তাই নিকোটিন আপন করে
হয়তো দুজনে পাবো একই গোরস্হানে ঠাই
পঁচে গলে যাবে দুটি দেহ, তবু আত্নার ভিন্নতা নাই
হয়তোবা কোনদিনও কেউ কারো করবোনা দোষী
কারন দুজেনেই দুজনকে যে খুব ভালোবাসি