কবে যেন!
ধুলোপথ কার আঙ্গুল ধরে হেটেছি
কবে যেন!
পথের সে ফুল দুহাতে কুঁড়িয়ে টেবিলের কোণে রেখেছি
ভুলে গেছি।


কবে যেন ঘুম প্রভাতে
ছুটে ছুটে তার আঙ্গিনাতে
গিয়ে আপনার খোজ খুঁজেছি
ভুলে গেছি।


সকলই তখন মিছে মায়ায়
নদীর আঁচলে রোদ ছায়ায়
বুকের পাঁজরে পুষেছি
কবে যেন সব ভুলে গেছি।


শুধু মনে পরে
এইতো সেদিন ঠোট ছুঁয়ে
দুচোখ কেঁদেছে অশ্রু ঝড়ায়ে
অবুঝ হিয়ায় হাহাকার যেন মিছেমিছি
ভুলি ভুলি করে
তবে কি সবটা যত্নেই তুলে রেখেছি


আসলে ভোলার কিছুনাই
পুরোটা গেঁথেছে কলিজাই
যেন ব্যাধি এক
এতটা আপন হয়েও খুব দূরে আছি
কবে যেন আমি মরে গেছি
তাও ভুলে গেছি।