আকাশে ঝড়ের মেঘ
বাতাসে অশনি আভাস,
দেবতার পদচিহ্নের দাপটে
আজ সৃষ্টিতে এতো ত্রাস।


সে দেবতার নেই যৌনতেষ্টা
নেই বক্ষে তিল পরিমান মমতা,
মহাবিশ্বকে পিষ্ঠ করে পদতলে
দেখাবে তার অসীম ক্ষমতা।


হে প্রভু, এ মহাবিপদে ভরসা দিবে কে?
কে হবে আশার কাণ্ডারি?
দেবতার দাবানলের রোষে
সে হস্তে কে পরাবে বেড়ী?


কার এমন দুঃস্বাহস
এমন কে আছে ধরাধামে,
যার বজ্রকন্ঠের হুংকারে
ভগবানও যাবে থেমে।


দেখা দাও হে মহামহিম
বাঁচাও সৃষ্টির অস্তিত্ব,
তুমি দিশারী হে প্রাণেশ্বর
ধরণির বুকে তুমিই চির সত্য।


তুমি মানব
তুমি মহাশক্তির উৎস,
জগতের যত পাপরুপ
তারে করে দাও তুমি ভস্ম।


নমঃ হে, নমঃ হে মহাজ্ঞানী
তুমি চিরঅমর, চিরঅক্ষয়,
অপশক্তির তুমিই বিনাশরুপ
মৃত্যুকে তাই করোনি কখনো ভয়।