উতাল পাতাল ঝড় উঠেছে মনের গহীন বনে
দুয়ারে দাড়ালো কেউ
সহসা ভয়ে কম্পিত দেহ বজ্রের ক্রন্দনে


অশনির হয়ে, কে আসিলো রে
ঝড়ে পৌছে দিতে কু-বার্তায়,
মন বনে আজ ভাংচুর যত
দেহ ধরে টানে, শশ্মান পথের যাত্রায়।


দেখা দেয় নাই, আভাস পেয়েছি মাত্র
তাইতে আত্নার বিশ্বজগৎ মুক্তি
ছেড়েছে এতগুলো দিনের যত্নে পালিত গাত্র।


খানিক বাদেই মিলেমিশে সবে
মরা কান্নার মাতম ছড়াবে
কাধে লয়ে কবে "বলো হরি, হরি বল" সবাই
এতোদিনে ছিলো যার সংসার
হাসি কান্নায়, দুঃখ সুখের বাহার
নিজ সংসারে আজ তার ঠাই নাই।