একদিন হাড়িয়ে যাবে কথাগুলো সব
পিয়ানোর এলোমেলো সুরে সৃষ্টি হবে কষ্টের কলোরব।
বোবা দেয়ালের ভাষা বুঝবেনা আর কেউ
সব স্মৃতি গিলে নেবে ক্ষুধার্ত সাগরের ঢেউ।
সেদিন হয়তো ক্লান্ত মনে বাসা বাঁধবে ঝিমঝিম ভাব
নিঃসঙ্গ হীম রাতে বুঝে নেবো ঠিক, এখানে তোর কতটা অভাব!
এই আমারই পাশে, আমার কাঁধে, আমার বুকের ঠিক বাঁ পাশটায়,
এভাবেই শূন্যতাকে সঙ্গ দিতে দিতে একদিন আমিও হারাবো নিশ্চিত অজানায়।