শুনেছি মহামানবের জন্ম আছে, মৃত্যু নাই
হয়তো তোমার কথা তাই
যুগ যুগ ধরে স্মরনে রেখেছে এ জাতি
তোমার সৃষ্টি অলৌকিক
যেন আঁধারে জ্বলছে জীবন জ্যোতি।।


ছন্দে ও সুরে বেঁধেছো এটে
মহীয়ান তব কারুকায
কালে কালে শত সহস্র ভক্তের হৃদে
নিশ্চুপে তুমি করছো বিরাজ।।


শ্রদ্ধা ও প্রেমে দিয়েছি ঠাই মনে
প্রতি বৎসরই তাই তব সম্মানে
গীতি,কাব্যে নানারুপে ডাকাডাকি
স্রষ্টার অপার করুনা তুমি
তাইতো তোমাকে পূজনীয় করে রাখি।।


হে মহীয়ান, হে কালজয়ী
তুমিতো রয়েছো হৃদয়ে
যতকাল রবে জগতের অস্তীত্ব
তুমিও রবে ততকাল অমর হয়ে।।