শহরের বুকে আলপনা আঁকে রক্তাক্ত একুশ
মশাল মিছিল পিচপথ ধরে চলে যায়
বোবা পাগলীটা গুঙ্গুয়ে ওঠে
কেউ শোনেনি ভাষা তার
যেন দেয়ালে আঘাত পেয়ে তারপর
বাতাস তরঙ্গে ভেসে ভেসে
সে ভাষা শূন্য আকাশময়
বার বার প্রতিধ্বনিত হয়।।


পাগলী আবার করে চিৎকার
সুদূর থেকে শ্লোগান আসে যতবার
জয় বাংলা! জয় বাংলা!
ততবারই সে উল্লাসে হাততালি দেয়
যেন তারই মনের ভাষা
সমগ্র বংলায় ভেসে বেড়ায়।।