তোমার তখন কাছে আসার দিন ছিল,
আমার ছিল দূরে যাওয়ার খামখেয়াল ।
তোমার ছিল স্বপ্ন দিয়ে ঘর গড়া
আমি ভাঙায় মত্ত ছিলাম সব দেয়াল ।


দুইজনাকার এমনতরো পাগলামী
দেখছে যখন সমস্ত লোক পথজুড়ে ।
আমরা কেবল দেখছিনা পরস্পরের
ভালোবাসা বিষিয়ে দিয়ে যাই দূরে ।


আমরা তখন বৃষ্টি দিয়ে মন নেভাই
প্রিয় চিঠি টুকরো করে রাগ ঝাড়ি ।
ভালোথাকার অভিনয়ে যোগ দিতে
ভাঙতে থাকি নিজের নিজের ঘরবাড়ি ।।