অনুভূতির সাথে বেইমানি করেছি যখন,
তখন তো লোকে বেইমান বলবেই ।
আমিও রেখেছি সব গুছিয়ে, সময় করে কাঁদবো কান্নাগুলো ।


আমার নেই কোনো বিশ্বাসযোগ্যতা ।
আছে অপবাদ মিথ্যেবাদী বলে ।
কবিরা তো মিথ্যেবাদী হয় !


নিজেকে গুটিয়ে নিয়েছি ঘুড়ি কাটা লাটাইয়ের সুতোর মতো ।
তবু কিছু রেখেছি কলমের আগায় ।
যদি কোনোদিন মনখারাপ হওয়া প্রিয়জনের সাথে হয় দেখা ।
যদি সে বলে বসে, আমার কবিতা কই ?
তখন ?