নদী-পাহাড়-সমুদ্র
এদের সাথে গল্প করতে গিয়ে জানতে পারি কত মানুষের কথা ।
আশ্চর্য সুন্দর সব মানুষেরা
কাঁটার জঙ্গলে ঘোরে আর বিদ্ধ হয় ।
বিদ্ধ হয়ে একরাশ অভিমান নিয়ে আসে নদী, পাহাড়, সাগরের কাছে ।
এদের সৌন্দর্য দেখবে
অবহেলা, অপমানের কথা বলে হালকা হবে
এই ভেবে দূরদূরান্ত থেকে আসে দলেদলে ।


অথচ বসে… বসে… বসে…
ভাবে অভিমান আর ইর্ষার কথা ।
জলের দিকে, কোমল চূড়াটির দিকে
তাকিয়ে তাকিয়ে ভাবে_
যাকে ছেড়ে এল, গিয়ে তাকে জব্দ করার কথা ।
অতঃপর কিছু প্লাস্টিকের বোতল
শোলার থালাবাটি ফেলে
ফিরে যায় আরও বেশি ইর্ষা আর অভিমান নিয়ে ।।