আজ রাত্রি এলে
তোমাকেও ডেকে নেবো কাছে ।
তুমি এসে দেখে যাবে পৃথিবীর রূপ ।
তুমি ভাবো বুদ্ধের আলোয় আলোকিত এ জগৎ ?
অথচ সে সব কিছুই না ।
সেই নগ্ন আদিম বর্ররতা,
সেই স্বজাতির মাংস ছিঁড়ে খাওয়া,
সেই কামান্ধ তীব্র আক্রোশ ।
শুধু লোকদেখানো সভ্য জগৎ,
অন্তরে সেই অন্ধ গুহার অন্ধ আদিমতা ।


তুমি ভাবো যীশুর ক্ষমায়
সমস্ত পাথর প্রাণবন্ত হয়ে গেছে !!
অথচ এ সব কিছুই না,
এখনো সেই সব কিছু জীবাশ্মই আছে ।।