তিনজনে হাঁটি আমরা জঙ্গলের দিকে ।
দেখি বিদ্যুতের খুঁটিগুলি
যেন একএকজন পলিফেমাস দাঁড়িয়ে মূর্ত্তিমান ।


ভয়ার্ত এগোই আমরা আরও গহন বনে ।
হঠাৎ পায়ে কাঁচ লাগল এসে,
কারা যেন পিকনিক শেষে
মদের বোতল ভেঙে গেছে ।
কাঁচগুলি বিঁধে আছে মাঠের নরম বুকে ।


সহসা শুকনো পাতাগুলি ফুঁপিয়ে উঠল না কি কেঁদে ?
দূরে, নামহীন পাখিদের করুণ আপনহারা কলরব ।
তাঁরা অমন করে কার্ কাছে অভিযোগ করে ?
কার আছে বিচারের দায় ?