মাটি !
সে তো বন্ধ্যা আজ,
তাকে খুঁড়লে আর যায় না পাওয়া গুপ্তধন ।
ধ্বংসের কবলেতে পড়ে হারিয়েছে সৃজনের বল ।
তাই আজ সবুজের রেখা জ্বলেপুড়ে হল পিঙ্গল ।


হিংসার আঁধারেতে ডুবে হারিয়েছে মাতৃত্বগুণ,
তাই আজ অপক্ক ফসলে লেগে যায় বিস্বাদের ঘুণ ।


চষা মাটির বুক হতে ভেসে আসে বারুদের ঘ্রাণ,
তাই আজ বাঁচার আশাও সুউচ্চে উড্ডীয়মান ।


কত না লাশের ছড়াছড়ি,
লাশের ওপর দিয়ে হাঁটি ।
হিংসার ফসলেতে ভরা
অভিশাপ জর্জর মাটি ।।