দীপ্ত তোমার বিজয়টীকা, দৃপ্ত তোমার কণ্ঠ
তুমি না দিলে চিনিয়ে মোদের কেউ কি কভু চিনত ?


শ্যামাঙ্গিনী বঙ্গভূমির বুক উঠেছে উথলে
পুবআকাশে যখন তুমি অরুণ মেখে উঠলে ।


জন্ম হতে এক প্রশ্ন- "কোথায় আমার শ্রষ্ঠা ?"
সর্বজীবের মধ্যে তিনি, তুমিই তাহার দ্রষ্টা ।


বেদবেদান্ত উপনিষদ্ সত্য তোমার খড়্গ
দেখিয়ে দিলে দেব্তা কোথায়, কোথায় তাদের স্বর্গ ।


ফুলের মতো নরম হৃদয় বাজের মতো শক্ত,
দেশ কাঁদল ? টগবগিয়ে উঠল কেঁদে রক্ত ।


শুনল তোমার হায়দরী হাঁক, উঠল কেঁপে বিশ্ব,
বুঝল সবাই তুমিই রাজা, আর বাকি সব নস্য ।


তুমিই মোদের হাজার কবির জীবনগাঁথা ছন্দ,
সকল তরুণ বুকের আশা, হে বিবেকানন্দ !